সব বয়সের মানুষের জন্য হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ নন্দনে অনুষ্ঠিত
সৃজনশীলতার বিকাশ, মানসিক প্রশান্তি বৃদ্ধি এবং শিল্পচর্চার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত প্রতিভা জাগ্রত করার উদ্দেশ্যে রাজধানীর নন্দনে অনুষ্ঠিত হলো সব বয়সের মানুষের জন্য হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ কর্মশালা।
আজ ১৯ নভেম্বর ২০২৫, বুধবার বিকেলে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে এবং পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভানেত্রী এস এম মোমো।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও সংগঠনটির উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দক্ষ হ্যান্ডপেইন্ট শিল্পী ও প্রশিক্ষক তানভীর আহমেদ দিপু।
হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণে যা শেখানো হয়
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য সাজানো হয়েছে অত্যন্ত সহজবোধ্য, বয়সভেদে উপযোগী এবং প্র্যাকটিক্যাল ভিত্তিক প্রশিক্ষণ। প্রশিক্ষণের মূল বিষয়গুলো ছিল—
রঙ, তুলি ও সরঞ্জামের ব্যবহারবিধি
মৌলিক ডিজাইন ও নকশা তৈরির কৌশল
কাপড়ের উপর সরাসরি হ্যান্ডপেইন্ট প্র্যাকটিক্যাল সেশন
শিক্ষার্থীর বয়স ও শেখার গতি অনুযায়ী ক্লাস
শিশু, কিশোর, নারী, পুরুষ ও প্রবীণদের জন্য সমানভাবে উপযোগী বন্ধুত্বপূর্ণ শেখার পরিবেশ
হ্যান্ডপেইন্টিং শেখানো ছাড়াও এটি মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা উল্লেখ করেন।
উদ্বোধনী বক্তব্যে ঈসা
উদ্বোধনী বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন—
“নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। শিল্পচর্চা মানুষকে ইতিবাচক শক্তি দেয় এবং নিজের ভেতরের সম্ভাবনাকে জাগ্রত করতে সহায়তা করে।”
তিনি আরও বলেন, হ্যান্ডপেইন্টিংয়ের মতো সৃজনশীল প্রশিক্ষণ নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনেও বড় ভূমিকা রাখতে পারে।
অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি আকতারি বেগম সীমা
ইলোরা ইয়াসমিন
সংগঠনের নেত্রী লায়লা আক্তার,অহিদা ইয়াসমিন,
হালিমা আক্তার সাদিয়া
জেসমিন সুলতানা প্রমুখ
অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের শিল্পচর্চার নতুন দিগন্ত খুলে দিয়েছে। নিজের হাতে শিল্পকর্ম তৈরি করতে পেরে তারা অত্যন্ত উৎসাহিত। ভবিষ্যতে আরও নিয়মিত এমন প্রশিক্ষণের আয়োজন করার অনুরোধও জানান।